লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা। লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা। দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রে খবর, মাইকেল নগরে লটারির একটি গুদামে তল্লাশি চালানো হচ্ছে। ইডির আধিকারিকেরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। এই প্রতারণার জাল কত দূর বিস্তৃত, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রের খবর। দোতলা বিল্ডিংয়ের পুরোটাই ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন এবং দপ্তর বলে খবর। এই লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। সেই সূত্রে ধরে দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। এরপর কলকাতায় হানা দিল ইডি। সকালেই বিল্ডিংগুলি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। তারপর শুরু হয় তল্লাশি। উল্লেখ্য, রাজ্যে শিক্ষা-পুর-রেশন-গরু পাচার সহ একাধিক মামলার তদন্ত করছে ইডি। শহরের বিভিন্ন প্রান্তে হানা দিচ্ছে তারা।
রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যা...
Read more
Discussion about this post