ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে কোন্দলের মাঝেই এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। প্রতারণার অভিযোগ এনেছে তৃণমূল কর্মীরাই। ওই তৃণমূল কর্মীদের অভিযোগ, ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। শুধু তাই নয় বিধায়কের থেকে দেওয়া চেক বাউন্স করেছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, ঘাটের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন। অভিযোগ, কিন্তু বরাত পায়নি ওই সংস্থা। এ দিকে, বরাত না মেলায় টাকা ফেত চায় তারা। তবে সেই টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর ভরতপুর থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। এরপরই এই ঘটনায় সরব হয় ওই সংস্থা। পাশাপাশি হুমায়ুনের নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেয় তারা। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির কাছে। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে কতবীর আলি শেখ নামে এক অভিযোগকারী বলেন, ‘‘ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ় পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবীর লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তবে লিজ় মেলেনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে আমাদের যে দুটি চেক দেওয়া হয়, সেগুলো বাউন্স করে। এটা প্রতারণা।’’ থানায় দেওয়া অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘‘আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সক্রিয় কর্মী। সে জন্য বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে। বিধায়ক সাহেব আমাদের বলেন,‘তোমরা যদি লোহাদহ ফেরিঘাট, আমলাই অঞ্চল, ভরতপুর থানার ঘাটটি এক বছরের জন্য লিজ়ে নিতে চাও তবে ১৪ লক্ষ টাকা লাগবে। কিন্তু সেই টাকা নেওয়ার পরেও লিজ় দেওয়া হয়নি। টাকাও ফেরত পাওয়া যায়নি।’
সলমনের পর এবার টার্গেটে কিং খান। প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোনে শাহরুখকে প্রাণে মারার হুমকি...
Read more
Discussion about this post