ভাতৃদ্বিতীয়া মিটতেই ভোরের আকাশ ঢাকছে কুয়াশায়। রাজ্যের জেলায় জেলায় কুয়াশা দেখা মিলছে। ভোরে হালকা শীত অনুভূত হলেও বেলা গড়াতেই ফের গরম পড়ছে। এরই মাঝে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় রকমের কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এই ভোরে হালকা শীতের আবহেই শীত পড়তে এখনও অনেকটা দেরি জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই কোনও সতর্কতাও জারি করা হয়নি হাওয়া অফিসের তরফে । সকালের দিকে মাঝারি কুয়াশা ঢাকা থাকবে জেলা গুলিতে । তাপমাত্রার পারদেও তেমন হেরফের হবে না।
এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর সেদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির ঘরে। এরপর ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে থাকতে পারে। আর ৯ নভেম্বর তা ফের বাড়তে পারে,৩১ ডিগ্রি হতে পারে তাপমাত্রা । আগামী তিন চার দিন শহরের সর্বনিম্ন তাপমাত্র ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে।
Discussion about this post