ভারতে থাকলে মুখ বন্ধ রাখুন, হাসিনাকে চরম হুঁশিয়ারি মহম্মদ ইউনূসের। পাশাপাশি তিনি এও বলেছেন, তা না হলে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকবে। শেখ হাসিনাকে নিয়ে বিরাট মন্তব্য! তাতেই শুরু হয়েছে জোর চর্চা। হাসিনাকে এবার চরম হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহম্মদ ইউনূস। স্পষ্টভাবে হুঁশিয়ারি তিনি জানিয়ে দিয়েছে ভারতে থেকে হাসিনা যদি মুখ বন্ধ না রাখেন তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি অনিবার্য্য। এই আবহেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য শর্ত আরোপ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, এই সম্পর্ক হতে হবে স্বচ্ছতা এবং সমতার ভিত্তিতে। শুধুমাত্র ভারত নয়, প্রতিবেশী দেশগুলির সঙ্গেও একই নীতিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ইউনূস।ভারতের সঙ্গে বাংলাদেশ কোন নীতি নিয়ে চলবে তা এ বার স্পষ্ট করলেন ইউনূস সরকারের উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভারতের সঙ্গে ‘চোখে চোখ রেখে’ কথা বলবেন তাঁরা। বাংলাদেশ আর ভারতের ‘তাঁবেদারি’ করবে না বলেও জানিয়েছেন ইউনুস। অবশেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা সফরে আসছে ভারতীয় প্রতিনিধি দল। আগামী ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী রাউন্ডে যোগ দিতে ঢাকা সফর করার কথা রয়েছে তাদের। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন গতকাল তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা ঢাকা-দিল্লি স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি এবং এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ।’
বাংলাদেশের জনগণের একটা অংশ যেখানে ভারতের বিরোধিতা করতে ব্যাস্ত। ওই দেশের তদারকি সরকারের অভ্যন্তরেও যেখানে ভারত বিদ্বেষী কয়েকজন উপদেষ্টা আছেন।...
Read more
Discussion about this post