ভারত-পাকিস্তান জলসীমার কাছে রবিবার ঘটে গিয়েছে এক রুদ্ধশ্বাস ঘটনা। সেখানে ৭ ভারতীয় মৎস্যজীবীকে পাকড়াও করে নিয়ে যাচ্ছিল পাকিস্তানের নজরদারিমূলক জাহাজ। ওই জাহাজে ভারতের ৭ জন মৎস্যজীবীকে নিয়ে পাকিস্তানের দিকে যেতে চাইছিল জাহাজটি। জলপথে সেই পাক জাহাজকে রুখে দেয় ভারতীয় কোস্ট গার্ড। তারা পাকিস্তান মেরিটাইমস সিকিউরিটি এজেন্সিকে বোঝাতে সক্ষম হয়, যাতে তারা ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেয়। একফোঁটা জমি না ছেড়ে শেষমেশ ওই ৭ ভারতীয়কে নিয়েই দেশে ফেলে কোস্ট গার্ড। ইতিমধ্যেই আইসিজি একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় জাহাজটি জেলেদের পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টায় পাকিস্তানি জাহাজকে তাড়া করছে। জানা গিয়েছে, যাঁদের উদ্ধার করা হয়েছে, সেই ৭ মৎস্যজীবী সুস্থ রয়েছেন। তবে যে ভারতীয় নৌকা থেকে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে এই জাহাজ, ‘কাল ভৈরব’, বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গিয়েছে।জানা গিয়েছে,’কাল ভৈরব’ নামের মাছ ধরার ওই নৌকা থেকে ভারতীয় মৎস্যজীবীদের তুলে নেওয়া হয় পাকিস্তানে জাহাজে। এরপরই রবিবার দুপুর ৩.৩০ নাগাদ কোস্ট গার্ড একটি বিপদ সংকেতমূলক কল পায় এক ভারতীয় নৌকা থেকে। নৌকা তখন ছিল ‘নো ফিশিং জোন’ এ। অর্থাৎ জলসীমার সেই জায়গায় কোনও দেশের মৎস্যজীবীরাই মাছ ধরতে পারবে না। এদিক, কোস্ট গার্ড জানতে পারে যে, ভারতীয় নৌকা ‘কাল ভৈরব’ থেকে ৭ মৎস্যজীবী সমেত এক ভারতীয় নৌকাকে পাকড়াও করেছে এক পাকিস্তানি জাহাজ। সময় নষ্ট না করে জলপথে ওই পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ভারতীয় কোস্ট গার্ড। এরপই আসে সাফল্য।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন। যদিও কয়েকঘন্টার সেই শাসনকাল এখন রাজনৈতিক আলোচনার...
Read more
Discussion about this post