ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশ দক্ষিণের কিছু জেলায়। দিন ও রাতের তাপমাত্রা খুব সামান্য পতনের সম্ভবনা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীলংকা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে এর অভিমুখ থাকবে। একটি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর জেরে উত্তরমধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে।
আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় মূলত পরিষ্কার আকাশ। গাঙ্গেয় বঙ্গের কোনো কোনো জেলায় বেলা বাড়লে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। নতুন করে তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই । আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা বা ধোঁয়াশার দেখা যাবে।
আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে এবং পূর্ব মেদিনীপুরের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আগামী রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গ জুড়ে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন পরিবর্তন নেই। উত্তরবঙ্গের পার্বত্য ৩ জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
আজ কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকলেও মোটের ওপর শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা সামান্য পতনের পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে সকালের দিকে কুয়াশার দেখা মিলবে।
কলকাতার গতকাল রাতের তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৪ থেকে ৯৫ শতাংশ।
Discussion about this post