আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে গণসমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ শেষে ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা, দুর্গাপূজা ছুটি একদিন বাড়িয়ে দুই দিন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তবে তারা ৫ দিন পূজার ছুটির দাবি জানিয়ে আসছিলো বলে জানান। অবিলম্বে সনাতন সম্প্রদায়ের বাকি ৮ দফা মেনে নেয়ার আহবান জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ডাকও দেন তারা। বাংলাদেশের হিন্দুরা অন্তর্বর্তী সরকারের কাছে যে আটটি দাবি জানিয়েছে সেগুলি হল- প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আর সেই সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, দেরি না করে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠন এবং সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে।
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলল সে দেশের অন্তবর্তী সরকার। যদিও ভারতের তরফে...
Read more
Discussion about this post