যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে এর আগেই যেন ‘কাজ শুরু করে দিয়েছেন তিনি’। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতোমধ্যেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা ৷ মার্কিন সংবাদ সংস্থা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, একদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ৷ অন্য়দিকে, যুদ্ধ চলছে ইজরায়েল-হামাসের মধ্যে ৷ এই আবহে ইউরোপীয় মহাদেশে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্য়ে কথোপকথোন হয় ৷ পাশাপাশি, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ইউক্রেন সমস্যা নিয়েও দীর্ঘ আলোচনা হয় ট্রাম্প ও পুতিনের মধ্যে। এদিকে ২০ জানুয়ারি থেকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই, ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধানী আমেরিকার ডেমোক্রেটিক প্রশাসন। রবিবার বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে শক্তিশালী জায়গায় রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে হোয়াইট হাউস। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সরকার অবশ্য জানিয়েছে, ২০ তারিখের আগে ইউক্রেনে যথাসম্ভব সহায়তা পাঠিয়ে দেবে হোয়াইট হাউস। তার পর পূর্ব ইউরোপের এই সমস্যা নিয়ে ট্রাম্প সরকার কোন পথে এগোবে, তার একটি ইঙ্গিত মিলল পুতিনের সঙ্গে তাঁর যোগাযোগে।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post