চলতি বছর ৫ অগাস্ট বাংলাদেশের হাসিনা সরকারের পতন এবং দেশত্যাগ। এরপর থেকেই ঝুলে রয়েছে মুজিবকন্যা শেখ হাসিনার ভবিষ্যত্। এবার তাঁকেই ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হবে বলে রাষ্ট্রসংঘকে জানিয়ে দিল ইউনুস সরকার। সঙ্গে বলে দেওয়া হল হাসিনার ভবিতব্যও। কী পরিকল্পনায় এগোচ্ছে ইউনুস সরকার? সূত্রের খবর, হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইউনুস সরকার, এবং এ উদ্যোগ বাস্তবায়নে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করার পরিকল্পনা চলছে। এছাড়াও, আওয়ামি লিগের পলাতক নেতাদের বিরুদ্ধেও এ নোটিস কার্যকর করার ইঙ্গিত দেওয়া হয়েছে। রবিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ড. আসিফ নজরুল একথা জানান। আইন উপদেষ্টার কথায়, ”আন্তর্জাতিক অপরাধ আদালতে দেওয়া আওয়ামি লিগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না। দেশের মর্যাদা ক্ষুন্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামি লিগ। অভিযোগটি কোনওভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। এটা কোনও মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখে জানানো। এটা পৃথিবীর যে কোনও মানুষ করতে পারে। এটা এতই অবিশ্বাস্য ও হীনতামূলক মামলা কোনওভাবেই এটার রিট হওয়ার কারণ নাই। এটা ফ্যাসিস্ট চক্র। বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচার চালানোর উপায় হিসেবে এই মামলাটা করেছে।”
Discussion about this post