নভেম্বরেই হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজ আসতে শুরু করবে। উত্তুর হাওয়াও বইবে। এর মাঝে কাল রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ।
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে আজ বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলা গুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। নভেম্বরের মাঝামাঝিতে পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারদ পতন। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে সমতলের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। মূলত শুষ্ক আবহাওয়া বহাল থাকবে ।
কলকাতায় নভেম্বরের মাঝামাঝিতে শীতের আমেজ শুরু হবে জানাচ্ছে হাওয়া অফিস । মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা পারদ পতনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই শহরতলি জুড়ে ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৬ থেকে ৯৪ শতাংশ।
Discussion about this post