রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। হালকা শীতের আমেজ থাকবে সপ্তাহ জুড়ে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। কলকাতাতেও ১৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ৷ রাজ্যজুড়েই শীতের প্রস্তুতি ৷
দক্ষিণবঙ্গে সকালে কুঁয়াশাচ্ছন্ন আকাশ। পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে আরও কয়েক ডিগ্রি কমবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন যদিও এই রকমই থাকবে তাপমাত্রা। অর্থাৎ শীতের আমেজ এলেও,এখনই জাঁকিয়ে শীত নয়, তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বিকেলের পর থেকে সকালের অনেকটা সময় পর্যন্ত শীতের আমেজ থাকবে রাজ্য জুড়ে।
আজ উত্তরবঙ্গে ঘন কুয়াশার চাদর থাকবে সমতলের জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। সতর্কতা জারি হাওয়া অফিসের। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । শীতের আমেজে মনোরম পরিবেশ সপ্তাহভর।
চলতি সপ্তাহের শুরুর দিনেই বেশ কিছুটা পারদ পতন হয়েছিল মহানগরীতে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে আরও নামলো শহরের তাপমাত্রা পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কমে মঙ্গলবার খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা১৮ ডিগ্রির ঘরে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৫।
Discussion about this post