সপ্তাহের শুরুতেই আজ দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে আপাতত তা সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখনও পর্যন্ত যার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে। যদিও আগামী শনিবার এবং রবিবার উপকূল সংলগ্ন দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের অন্য কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র মূলত শুষ্ক আবহাওয়া।
আজ দক্ষিণবঙ্গের কলকাতা ও সংলগ্ন জেলা গুলির আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রায় সেই অর্থে কোনও বদল আসবে না।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। সব জেলাতেই কুয়াশার প্রভাব পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দুই বঙ্গেই আগামী চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
Discussion about this post