বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর একদল কট্টরপন্থী মৌলবাদী মানুষের অত্যাচার, হামলার একাধিক ঘটনা সাম্প্রতিককালে সামনে এসেছে ৷ বর্তমানে সে দেশের অস্থির পরিস্থিতিতে রীতিমতো ‘অস্তিত্ব সংকটে’র আশঙ্কায় ভুগছেন সংখ্যালঘু মানুষজন ৷ এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন গেল আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে৷ এই আর্জি জানিয়ে ট্রাম্পের কাছে স্মারকলিপি জমা দিল আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের সংগঠন ৷তাদের দাবি, খুব শীঘ্রই মৌলবাদী শক্তির অধীনে চলে যাবে বাংলাদেশ৷ আর তা হলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, এর বিরূপ ও সুদূরপ্রসারী প্রভাব পড়বে বিশ্বে৷ পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা৷ সেই সঙ্গে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার সনাতনী নেতা প্রভু চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির ক্ষেত্রেও ট্রাম্পের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। চলতি বছরের আগস্টের বাংলাদেশে গণঅভ্যুথানে আওয়ামি লীগের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়৷ এরপর, দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা৷ এই ঘটনার জেরে বাংলাদেশের অর্থনীতি, প্রশাসনিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়৷ এরপর সে দেশের একাধিক জায়গা থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচার, হামলার ঘটনা সামনে আসতে থাকে ৷ চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর-সহ একাধিক এলাকায় হিন্দু মন্দিরে হামলা, দেব-দেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ এই আবহে গত ২৫ নভেম্বর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ৷ তাঁর গ্রেফতারির পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷সংগঠনের তরফে দেওয়া স্মারকলিপিতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এর ফলে সে দেশে অভ্যন্তরীণ জাতিগত ও ধর্মীয় নিপীড়ন বন্ধ হতে পারে বলে আশা সংগঠনের ৷ পাশাপাশি, সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রবর্তনেরও প্রস্তাব দেওয়া হয়েছে ৷ প্রস্তাবিত তালিকায় রয়েছে সংখ্য়ালঘুদের জন্য একটি পৃথক নির্বাচকমণ্ডলী ও ধর্মীয় চর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে ঘৃণ্য অপরাধ ও ঘৃণাভাষণের বিরুদ্ধে আইন তৈরি করা।
বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন যে বাংলাদেশের আভ্যন্তরীণ কোনও বিষয় না, এটা এখন দিনের আলোর মতোই পরিস্কার। এই পুরো...
Read more
Discussion about this post