আগামী সপ্তাহ থেকে হচ্ছে মেট্রোর মূল্যবৃদ্ধি। ভাড়া বাড়ছে ব্লু লাইন মেট্রো পরিষেবায়। তবে সব পরিষেবার জন্যই টিকিটের মূল্য বাড়বে না। দাম বাড়ছে রাত ১০. ৪০ মিনিটের শেষ মেট্রোর টিকিটের। এক বেনজির পদক্ষেপ কলকাতা মেট্রোর।
মেট্রো রেলওয়ে সূত্রের খবর, যাত্রী সুবিধার্ধে রাত ১০টা ৪০-এ দক্ষিণে কবি সুভাষ ও উত্তরে দমদম থেকে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। কিন্তু রাতের সেই বিশেষ ট্রেনে পর্যাপ্ত যাত্রী না হওয়ার ফলে পরিষেবা চালাতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে পরিষেবা বন্ধের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। তবে কিছু যাত্রীর কাছে এটা রাতের লাইফলাইন হয়ে উঠেছে। বেশি রাতে কাজ থেকে ফেরা মানুষদের কাছে যাতায়াতের বড় অঙ্গ হয়ে উঠেছে এই শেষ পরিষেবা। সবদিক বজায় রাখতেই,আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে টিকিট মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ১০ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নয়া নিয়ম।
উল্লেখ্য,কবি সুভাষ থেকে ওই সময় একটি ট্রেন ছাড়ে দমদমের উদ্দেশে আর অন্যদিকে দমদম থেকে ট্রেন ছাড়ে কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে। উভয় ক্ষেত্রেই এই নতুন ভাড়া প্রযোজ্য হবে।
শেষ মেট্রো অর্থাৎ এই ১০. ৪০ মিনিটের সময় খোলা থাকে না টিকিট কাউন্টার। যাত্রীদের স্মার্ট কার্ড ও UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যাতায়াত করতে হয় সেই সময়। এই নিয়ম যেমন বহাল থাকছে তেমনই ১০ টাকা অতিরিক্ত ভাড়ার নয়া ব্যবস্থাও লাগু হতে চলেছে আগামী সপ্তাহে।
Discussion about this post