মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয় ইনিংস শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতেই একাধিক রেকর্ড তৈরি করলেন ট্রাম্প। কী সেই রেকর্ড? দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা। মার্কিন ইতিহাসে ১৩২ বছরে এই প্রথম কোনও নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কেউ। অবশ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা। বড় স্টেটগুলোতে জিতে হোয়াইট হাউস পুনরুদ্ধারের দৌড়ে থাকা সাবেক প্রেসিডেন্টের ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ডেমোক্র্যাটদের নারী কাণ্ডারি। কিন্তু শেষ পর্যন্ত সুইং স্টেটের ফলাফলই কমলাকে ছিটকে দিলো দৌড় থেকে। নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও পেনসিলভানিয়া জয়ের পর মিশিগান এবং উইসকনসিনেরও ইলেকটোরাল ভোট ঝুলিতে পুরে জয় নিশ্চিত করলেন ট্রাম্প। গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের পদে ছিলেন। এদিকে ২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ায় টানা দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসতে ব্যর্থ হন তিনি। তবে চার বছর পর ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প। শুধু তাই নয়, বিগত ২০ বছরে জনপ্রিয় ভোটে জয়ী প্রথম রিপাবলিকান প্রার্থী ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজনীতিতে পা রাখার আগে ডোনাল্ড ট্রাম্প ছিলেন এক ব্যবসায়ী। তবে এরই সঙ্গে টিভির পর্দাতেও তাঁকে দেখা যেত নানান অনুষ্ঠানে। এছাড়াও নানান বিতর্কও তাঁর সঙ্গী হয়েছে বিগত দিনে। ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই আবহে ট্রাম্পই প্রথম ‘প্রাক্তন প্রেসিডেন্ট’, যিনি কি না ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন। তবে এবার তিনি আবারও প্রেসিডেন্টের গদিতে।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন। যদিও কয়েকঘন্টার সেই শাসনকাল এখন রাজনৈতিক আলোচনার...
Read more
Discussion about this post