আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগে হিন্দুদের ওপর হিংসার ঘটনার ইস্যুতে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং দেশের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, হিন্দুদের নিয়ে বিশেষভাবে ভাবিত নন তাঁরা। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আরও গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী। নির্বাচন আসন্ন। তার আগেই সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে কার্য তো বাংলাদেশ সরকারকে ধুয়ে দিলেন ট্রাম্প। তীব্র নিন্দা করলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার। খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে বলে দাবি করেছেন রিপাবলিকান পার্টির নেতা। এক্স হ্যান্ডেলে লেখেন, “হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে বাংলাদেশে। লাগাতার আক্রমণ করে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। সবমিলিয়ে চূড়ান্ত অশান্তি। আমার নজরে থাকলে এমনটা কখনই হতে পারত না।” অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসনকেই দায়ী করলেন ট্রাম্প। এক্স বার্তায় ট্রাম্পের দাবি, “কমলা এবং জো আমেরিকা-সহ গোটা বিশ্বের হিন্দুদের দিকে ফিরেও তাকাননি। ইজরায়েল থেকে ইউক্রেন সর্বত্র বিপর্যয় ঘটিয়ে রেখেছেন তাঁরা। তবে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করে তুলব। ক্ষমতার মাধ্যমেই ফিরবে শান্তি।”
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০...
Read more
Discussion about this post