ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূস। এবার পড়শি দেশে শুরু হল নির্বাচনের তোরজোড়। সে দেশের জাতীয় নির্বাচন কমিশন গঠনের জন্য শুরু হয়েছে যোগ্য প্রার্থী খোঁজা। সার্চ কমিটির প্রধান হতে পারেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আর সদস্য পদে থাকছেন বাংলাদেশ হাইকোর্টের সিনিয়র বিচারপতি একেএম আসাদুজ্জামান। নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতি সার্চ কমিটির জন্য আপিল বিভাগের একজন বিচারপতি এবং হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতিকে মনোনীত করবেন। এ ছাড়া সার্চ কমিটিতে পদাধিকার বলে সদস্য হবেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং রাষ্ট্রপতির মনোনীত একজন নারীসহ দুজন বিশিষ্ট নাগরিক। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই খালেদা জিয়ার দল বিএনপি সরকারের উপরে বারবার চাপ সৃষ্টি করছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য। আগেই অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছিল, নির্বাচন হতে হতে আগামী বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এতে অসন্তুষ্ট বিএনপি। এদিকে, শেখ হাসিনার দল আওয়ামি লীগকেও নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছিল সরকার। মঙ্গলবারি সেই মামলা থেকে সরে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বাংলাদেশের জনগণের একটা অংশ যেখানে ভারতের বিরোধিতা করতে ব্যাস্ত। ওই দেশের তদারকি সরকারের অভ্যন্তরেও যেখানে ভারত বিদ্বেষী কয়েকজন উপদেষ্টা আছেন।...
Read more
Discussion about this post