আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। তরুণী চিকিৎসকদের খুন ও ধর্ষণের প্রতিবাদে স্বস্তঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন রাজ্যবাসী। দোষীদের কড়া শাস্তির পাশাপাশি নারী সুরক্ষার মতো জরুরি বিষয় নিয়েও সরব সকলে। সোশ্যাল মিডিয়াতেও চলছে জনমত গঠনের কাজ। এবার এই সোশ্যাল মিডিয়াতে এই পোস্টের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ দিনে দিনে বেড়ে চলা কুরুচিকর মন্তব্যের প্রতিরোধ করতে হবে। সেই মতনই সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন সিবিআইকে নির্দেশ দেওয়ার সময় হাইকোর্টের পর্যবেক্ষণ, আরজি কর কাণ্ডের নির্যাতিতা ও পরিবার-সহ ঘনিষ্ঠদের পরিচয় গোপন রাখতে হবে। পাশাপাশি আরজি কর নিয়ে পোস্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে সাধারন মানুষকে। এই ঘটনায় কোনরকম অশ্লীল বা কুরুচিকর মন্তব্য করা যাবে না বলে সাফ জানিয়ে দেন বিচারপতি। সম্প্রতি, আরজি কর মেডিক্যাল কলেজের ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে যেসব পোস্ট পুলিশের কাছে আপত্তিকর মনে হচ্ছে, তাদের নোটিশ পাঠিয়ে পোস্ট মুছে দিতে বলা হচ্ছে। আবার পুলিশ সদর দফতরে ডাকও পড়ছে কারও কারও। পুলিশ যাদের ইতিমধ্যে ডেকে পাঠিয়েছে, তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য, একজন নামকরা চিকিৎসক এবং একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা।
আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...
Read more
Discussion about this post