আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এমনকী আন্দোলনরত চিকিৎসকরাও সিপি-র ভূমিকায় ক্ষুব্ধ। তাঁর ইস্তফার দাবিতে গত দুদিন ধরে লালবাজার অভিযান করেছেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা। এবার বিনীত গোয়েলের পুলিশ পদক ফেরানোর আবেদনে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশপদক ফেরত নেওয়ার দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন শুভেন্দুর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এবিষয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু।কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগেও ইতিমধ্যে সরব হন শুভেন্দু অধিকারী। আরজি করের আন্দোলনকারীদের পাশাপাশি বিনীত গোয়েলের অপসারণের দাবিও করে আসছেন বিরোধী দলনেতা। পুলিশ প্রশাসনের ভূমিকায় একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।রাষ্ট্রপতিকে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল আর জি কর কাণ্ডের তদন্তে সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিন্দনীয় এবং লজ্জাজনক। তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় সিপি-র ভূমিকায় প্রশ্ন রয়েছে। তাঁর রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন সিপি। এই সম্মানের যোগ্য নন তিনি।”
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post