সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অনমনীয় জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি মানতে হবে। তা না হলে তাদের আন্দোলন চলবে। এরকম এক পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আগামী ১২ তারিখ রাজ্যের সব মেডিক্যাল কলেজের সঙ্গে বৈঠকে বসবেন। নবান্নের বৈঠকে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের ডাকা হয়েছে। বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের থাকারও নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনা হবে। সুপ্রিম কোর্টের আর্জি মেনে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় কাজে ফিরলেন না আন্দোলনকারী ডাক্তাররা। কলকাতার স্বাস্থ্যভবনের সামনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ-অবস্থান চলছে। ফলে স্বাস্থ্য পরিষেবা কার্যত বেহাল। এমন পরিস্থিতিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই বৈঠকে বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার হালহকিকত সম্পর্কে খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশমতো প্রতি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কোথাও কী ঘাটতি আছে তা জেনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post