রবিবার সাড়া ফেলে দেয় একটি অডিও। গত কয়েকদিনে একাধিক অডিও প্রকাশ করে তোলপাড় করেছেন কুণাল ঘোষ। এরই মধ্যে একটি অডিও প্রকাশ করে জুনিয়র ডাক্তারদের উপর আঘাত হানার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন কুণাল, আর এই পরিকল্পনা শুধু সরকারের বদনাম করার জন্যই, এও দাবি করেন তিনি। ‘আন্দোলনকারীদের একাংশ জটিলতা জিইয়ে রাখতে চাইছে’। ফের অডিয়ো ক্লিপ প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে শনিবার সন্ধেয় ধরণামঞ্চে জুনিয়র ডাক্তারদের নিজস্ব বৈঠকের অংশ। আপাতত এই অংশ দিলাম। এতে স্পষ্ট, একাংশ সমাধান চায়, একাংশ চায় না’। শনিবার ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে। মূলত লাইভ স্ট্রিমিং বা ভিডিয়োগ্রাফির দাবিতে অনড় ছিলেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনকারীদের বৈঠক করতে চাওয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।কুণালের প্রকাশ করা এই অডিওকে গুরুত্ব দিতে নারাজ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী এক চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, ‘‘কুণালবাবু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন। তাঁর কোনও ঠিক নেই। তাঁর কথায় কেউ ভরসা করেন না। শুরু থেকেই আন্দোলন সম্বন্ধে বিভিন্ন ধরনের কুৎসা তিনি করে এসেছেন। মানুষ ওঁকে ভরসা করেন না।’’ আরও এক জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলছেন, ‘জিবি মিটিংয়ে অনেক কিছুই উঠে আসতে পারে। মতানৈক্য থাকে। তাই জন্যই তো আলোচনা করা হয়। কুণাল ঘোষ প্রথম থেকেই আন্দোলন নিয়ে কুৎসা করে এসেছেন। মানুষ তাঁকে ভরসা করেন না। জোকারটা আন্দোলন ভাঙতে চাইছে, এভাবে আন্দোলন ভাঙা যাবে না’।
প্রকৃত যোগ্য এবং অযোগ্য কারা? এই প্রশ্নেই এখন কুপোকাত রাজ্য সরকার। সোমবার সন্ধ্যের মধ্যে সেই তালিকা প্রকাশ করার কথা থাকলেও...
Read more
Discussion about this post