আরজি কর কান্ড নিয়ে রাজনীতি করছে রাজ্যের বিরোধী দলগুলি। তারা মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার করছে।এরই প্রতিবাদে শনিবার রাতে যাদবপুরে তৃনমূলের প্রতিবাদ ও শান্তি মিছিল। এদিন বিজেপি, সিপিআইএম ও এসইসিআইএর কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদারের নেতৃত্বে প্রতিবাদ ও শান্তি মিছিল করা হয়। জয়নগর থানার গোচরণ বাসস্ট্যান্ড থেকে সরবেড়িয়া বাজার পর্যন্ত চলা এই মিছিলে সামিল হয়েছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা।
প্রতিবাদ ও শান্তি মিছিলের পাশাপাশি সরবেড়িয়া বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। এই সভায় সায়নী বলেন বিজেপি ,সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চায়। কিন্তু বাংলার মা বোনেরা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। এই সভায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা সহ স্থানীয় তৃণমূলের নেতৃত্ব বৃন্দ।
Discussion about this post