অনুব্রত মণ্ডল ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন? এবার তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরল কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং। হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির ৫ সদস্য। বীরভূমের দলের কোর কমিটির উপরেই আস্থা রাখল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতি থাকবেন অনুব্রত মণ্ডল। তবে আগের মতো সাংগঠনিক কাজ পরিচালনা করবেন কোর কমিটি সদস্যরাই। সূত্রের খবর তেমনই। কোর কমিটিতে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকতেই দেওয়ালে লাগানো সাদা বোর্ডের ওপর সাঁটানো ছিল একটি ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই ছবিতে ছিল কোর কমিটির সদস্যদের মুখ। বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা ও সুদীপ্ত ঘোষের ছবি ছিল সেখানে।মঙ্গলবার বাড়ি পৌঁছনোর ২৪ ঘণ্টা পরেই বোলপুরে দলীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের একাংশের সঙ্গে অনুব্রতের বৈঠক করা এবং রাতারাতি কার্যালয় থেকে কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে অনুব্রতের ছবি ফিরিয়ে আনার পরে কর্মীরা ভাবতে শুরু করেন, তবে কি কোর কমিটি ভেঙে দেওয়া হবে? যদিও তৃণমূল সূত্রের খবর, কোর কমিটি যেমন আছে, তেমনই থাকবে। জেলায় আপাতত ভারসাম্যের রাজনীতির পথেই হাঁটতে চান শীর্ষ নেতৃত্ব। ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল । তাঁর গ্রেফতারির পর বীরভূম নিয়ে রাজ্য নেতৃত্ব চিন্তায় ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে বীরভূমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সব নেতাদের নিয়ে মিটিং করেন। সেই মিটিংয়ে ফিরহাদ হাকিমও ছিলেন ৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কোর কমিটি গঠন করা হবে। এই কোর কমিটির কাছে পঞ্চায়েত ভোট সবথেকে বড় চ্যালেঞ্জ হল ২০২৩ সালে। যদিও ফল বেরোতে দেখা গেল জেলা পরিষদ ৫১ আসন, ১৯ পঞ্চায়েত সমিতি, ১৫২ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। ‘চড়াম চড়াম’, ‘গুড়-বাতাসা’ এই সব দেখা যায়নি। সে অর্থে বিরোধীরা অভিযোগ করলেন না। সেখানেই আত্মবিশ্বাস এল কোর কমিটির। এবিষয়ে কলকাতায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বুধবার বিকেলে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়ে দেন, ‘‘পুরোটাই দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আপাতত বীরভূম নিয়ে দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মেনে দলের ‘স্ট্যান্ড’ যা ছিল তাই আছে। বীরভূমের সংগঠন নিয়ে দলের তরফে এখনও নতুন কিছু ঘোষণা করার নেই।’’
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post