দুর্গাপুজোর সময়েও আন্দোলন অব্যাহত রাখতে চান জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার অনুষ্ঠিত জেনারেল বডি সভায় তাঁরা দুই থেকে তিন দফা কর্মসূচির খসড়া প্রস্তুত করেন। এর মধ্যে প্রথম কর্মসূচি ২৭ সেপ্টেম্বর, শুক্রবার দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি নাগরিক কনভেনশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অক্টোবরের গোড়ায় দেবীপক্ষের শুরুতে আন্দোলনকে আরও জোরদার করতে চান তাঁরা, যার মূল দাবি হল নির্যাতিতার বিচার। জুনিয়র ডাক্তারদের মতে, অনেক রাজনৈতিক দল তাঁদের আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে নিজেদের ফায়দার জন্য! বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন তারা। তবে শুধু অভিযোগ করে বিষয়টি ছেড়ে দেননি তাঁরা। পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন। এই আন্দোলনকে তাঁরা কোনও ভাবেই কাউকে ব্যবহার করতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বুধবার কলকাতার ধনধান্যে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচির জন্য আগাম অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু, অভ্যন্তরীণ ‘নীতি’র কারণ দেখিয়ে সেই কর্মসূচি করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিবাদীদের একাংশ এতে রাজনীতির গন্ধও পাচ্ছেন। তাঁদের দাবি শহরের ওই মল এবং ধনধান্য অ়ডিটোরিয়াম উভয় ক্ষেত্রেই তাঁদের প্রশ্ন করা হয়েছে, “আপনাদের প্রতিবাদ তো বন্ধ হয়ে গিয়েছে। তা হলে এখনও কেন এই সব ভিত্তিহীন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন?” ডাক্তারদের অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে এর জন্য মঙ্গলবারই অনুমতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তাঁদের ‘না’ বলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাহলে শুক্রবার তাঁরা কোথায় কর্মসূচি করবেন? বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে, আগামী ২৭ তারিখ যে কর্মসূচির আয়োজন তাঁরা করেছেন তা হবেই। তবে ধনধান্য অডিটোরিয়ামে নয়, এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে ওই কর্মসূচি আয়োজিত হবে বলে জানিয়েছেন তাঁরা।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post