আরজি কর কাণ্ডের পর রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত হাসপাতালগুলোর পরিকাঠামো ও নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নিয়েছেন। সেই মতো নদীয়া জেলার বিভিন্ন হাসপাতালে চলছে পরিদর্শন ও পর্যবেক্ষণ। বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন নদীয়ার জেলাশাসক এস অরুনপ্রসাদ। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো থেকে তিনি অত্যন্ত খুশি। একই সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতালে ভর্তি সাধারণ রোগীদের সাথেও কথা বলেন জেলাশাসক। তাদের অভাব অভিযোগ শোনেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের পরেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামোর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী দিনে হাসপাতালে নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা যাতে আরো ভালো হয় সে বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। পাশাপাশি নদিয়ার সমস্ত হাসপাতালে গুলোতেই আগামী দিনে এমন পর্যবেক্ষণ চলবে।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post