বৃষ্টির জেরে বিপর্যস্ত মায়া নগরী মুম্বই। জলের নীচে তলিয়ে গিয়েছে একাধিক রাস্তা। গোটা মুম্বাই জুড়ে যানজট। জল যন্ত্রনায় জনজীবন। বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম। বুধবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হইয়েছে মুম্বইয়ে। শুক্রবারও সকাল থেকে একই ছবি মুম্বাইতে। ভারি বৃষ্টিতে রেল লাইনে ওপর দিয়ে বইছে জল। বিঘ্নিত মায়া নগরী লাইফ লাইন রেল পরিষেবা। এমনকি ব্যাহত হয়েছে বিমান চলাচলও। একাধিক বিমানকে ঘুরপথে পাঠানো হয়েছে। মুম্বাই বিমান বন্দর সূত্রের খবর, বুধবার রাতে হায়দরাবাদ থেকে একটি বিমান মুম্বইয়ের দিকে আসছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জেরে সেটিকে আর বিমানবন্দরে অবতরণ করানো যায়নি। ফলে বিমানটিকে আবার হায়দরাবাদেই ফেরত পাঠানো হয়। পাশাপাশি দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানকে হায়দরাবাদে অবতরণের করানো হয়েছে। গভীর রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, এদিন সকাল থেকে বরুণ দেব আবার শক্তি সঞ্চয় করে বিরাজ মান মায়া নগরীর ওপর। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী ১ অক্টোবর পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহত্তর মুম্বাইতে। ইতিমধ্যেই মুম্বইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। থানে, পালঘর এবং রায়গড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। মুম্বই পুরনিগম এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানিয়েছে। অন্যদিকে এদিন আন্ধেরি এলাকায় উপচে পড়া একটি খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলা। থানেতেও বাজ পড়ে প্রাণ হারিয়েছে ৩ জন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবারও মুম্বই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলের নীচে তলিয়ে গিয়েছে একাধিক রাস্তা। বুধবার রাত থেকেই গোটা মুম্বাই জুড়ে যানজট। জল যন্ত্রনায় জনজীবন। বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post