নারী সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় উদ্যোগ নিলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পুলিশ সুপারের উদ্যোগে চালু হল পিঙ্ক পেট্রোল। এই ব্যবস্থা পথচলতি সকল নারীদের এবং সরকারী, বেসরকারী সংস্থায় কর্মরত মহিলাদের ও ডিজিটাল স্পেসে কর্মরতাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করবে বলে দাবি পুলিশের। ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, যে সমস্ত এলাকা দিয়ে মহিলারদের যাতায়াত করেন ওই সমস্ত এলাকায় একটি মোবাইল ভ্যান থাকবে, এবং হেল্প লাইন নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে এই পিঙ্ক মোবাইল ভ্যান। জানা গিয়েছে, মহিলাদের নিরাপত্তার জন্য মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং হোম এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, কলেজ, শপিং মল, বাজার, বাসস্ট্যান্ড ইত্যাদি সহ জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে টহল দেবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য জেলা আধিকারিকরা।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post