আরজি কর কাণ্ড নিয়ে যখন চারিদিক উত্তপ্ত, সকলেই যখন তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবী করছেন, সেই সময় দাঁড়িয়ে অনেকেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়ছেন না। তাদের নানান হুমকিও দেওয়া হচ্ছে। নানান মন্তব্য করে আক্রমণ করা হচ্ছে তাদের। সেই তালিকায় পড়েন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। কিছুদিন আগে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় নাম না করে কিঞ্জল নন্দ অর্থাৎ আন্দোলনরত চিকিৎসক তথা অভিনেতাকে কটাক্ষ করেন তাঁর মেধা নিয়ে। দাবি করেন তিনি ১ কোটি টাকা ডোনেশন দিয়ে প্রাইভেট হাসপাতাল থেকে পড়ে ডাক্তার হয়েছেন। কেবল অনিকেত চট্টোপাধ্যায় নন, তাঁর অনেক অনুরাগীরা সেই পোস্টে আক্রমণ শানিয়েছেন অভিনেতা-চিকিৎসকের উদ্দেশ্যে। এরপর খোদ কিঞ্জল সবটা প্রকাশ্যে আনলেন। জানালেন তাঁর WBJEE র্যাঙ্ক কত ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া অনিকেত চট্টোপাধ্যায়ের আক্রমণের পাল্টা দিলেন কিঞ্জল। একটি পোস্টে মন্তব্য করে তিনি লিখেছেন, “ইচ্ছে হল তাই লিখছি। অনেকেই অনেক কথা বলছেন, সত্যটা একটু বলা উচিত। যেহেতু অনিকেত বাবুকে আমি কিছুটা চিনি এবং উনি আমার সিনিয়র সেই জায়গাতে শ্রদ্ধা জানিয়ে লিখছি, আমি যে বছর WBJEE দিই আমাদের পশ্চিমবঙ্গে টোটাল সিট ছিল বোধহয় ৯০০ এর কাছাকাছি। তখন এত মেডিক্যাল কলেজ হয়নি। আমি র্যাঙ্ক করেছিলাম ৮৫৯ জেনারেল। কিছুটা শেষের দিকে। জেলার কিছু সরকারি কলেজে চান্স পাচ্ছিলাম শেষের দিকে। যেহেতু বাবা মা একা থাকেন সেহেতু আমি বাইরে যেতে চাইনি। বরাবরই ঘরকুনো। তারপর কাউন্সেলিংয়ে কেপিসিতে পাই। তখন কেপিসিতে সরকারি ৫০টা সিট ছিল। তার মধ্যেই আমি প্রবেশ করি। সাড়ে পাঁচ বছরে আমার খরচ হয়েছিল ৫ লাখ”।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post