কড়কড়ে পাঁচশো টাকার নোট। দূর থেকে দেখলে তাই মনে হবে। চোখের সামনে আসলেই ভুল ভাঙবে। সবুজ নোটগুলোতে গান্ধীজির বদলে অভিনেতা অনুপম খেরের ছবি। অভিনেতা নিজেও অবাক। এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিডিও। জানা গিয়েছে, প্রায় ১.৬০ কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ৷ যেখানে নোটে বাপুর বদলে ছবি রয়েছে অভিনেতা অনুপম খেরের৷ পুলিশি অভিযানে এই জাল নোট উদ্ধার হয়েছে৷ এর আগে ২২ সেপ্টেম্বর সুরাত থেকে জাল নোট তৈরি করার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এবার সেই জাল ছড়িয়েছে নোটের ছবির ক্ষেত্রেও৷ এই অভিযোগ দায়ের করেন মেহুল থক্করের নামের এক ব্যবসায়ী। ২৪ সেপ্টেম্বর, নবরঙ্গপুরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ তাঁর কর্মীর কাছে কয়েকজন ব্যক্তি ১.৬ কোটি টাকা মূল্যের ২১০০ গ্রাম সোনা কেনার প্রস্তাব আনেন। তাঁরা ১.৩ কোটি টাকা নগদ দেন এবং বাকি ৩০ লক্ষ টাকা পরের দিন দেবেন বলে কথা দেন। যদিও সোনা হাতে পাওয়ার পরই তাঁরা উধাও হয়ে যান। এরপরই যখন তাঁরা নগদের পাহাড় খুলে দেখেন, বোঝেন যে সবটাই জাল টাকা। ওই অভিযোগ পাওয়ার পরই পুলিশ তল্লাশি শুরু করে। তবে অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post