জুনিয়র ডাক্তারদের তিনি লাগাতার হুমকি দিয়ে চলেছেন, এবার মুর্শিদাবাদের ভরতপুরের সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি দিল ডাক্তারদের সংগঠন IMA। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। একগুচ্ছ দাবিতে শহর কলকাতার পাশাপাশি জেলার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ আন্দোলনে সামিল রয়েছেন। ঠিক এই আবহে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক বারবার জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। শনিবার জুনিয়র চিকিৎসকদের নিয়ে হুমায়ুন বলেছিলেন, ‘ওরা যত খুশি মিছিল করুক। এক হাজার লোক নিয়ে মিছিল করলে আমি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করব। ওদের মেডিক্যাল কলেজে ঘিরে রেখে দেব। মেডিক্যাল কলেজ ঘেরাও করে রাখব। নেত্রী নিষেধ করলেও শুনব না। আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়? আমার আর কিছু পাওয়ার নেই। কিন্তু এরা ডাক্তার? ৫০টা ডাক্তারকে ঘরে ঢোকাতে ২ মিনিট লাগবে। আর প্রশাসনও আমার বিরুদ্ধে কী করে দেখব।’ এবার জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। এবার হুমায়ুন ইস্যুতে কুণাল ঘোষের বক্তব্য, ‘দেখুন সেখানে একটা সমস্যা আছে। সেখানে কিছু স্থানীয় সমস্যা দেখা দিয়েছে। জুনিয়র ডাক্তার এবং রোগীদের মধ্যে আস্থার সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্ক ভেঙে গেলে তিক্ততা বেড়ে যায়। আমরা আশা করি এটি সমাধান করা হবে। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন আইন মেনে কাজ করছে।’ তবে এই মন্তব্যে মুখে হুমায়ুন কবীরের নামই নেননি কুণাল।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post