হাসপাতালে ঢুকে ডাক্তারকে গুলি করে খুন। বুধবার দিল্লির বুকে এই ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল পড়ে গেছে। জানা যায়, বুধবার দিল্লির জইতপুরের নিমা হাসপাতালে নিজের চেম্বারে ছিলেন চিকিৎসক জাভেদ আখতার। রাতের দিকে দুই যুবক হাসপাতালে যায়। তাদের একজনের পায়ের আঙুল থেকে রক্ত পড়ছে বলে জানা গিয়েছে। এরপর হাসপাতালের কর্মীরা ব্যান্ডেজ করে দেন। অভিযোগ, তারপরেই প্রেসক্রিপশন লাগবে বলে তারা ডঃ জাভেদের চেম্বারে যেতে চায় অভিযুক্তরা। তারা দুজন চেম্বারে ঢোকার পরেই গুলির শব্দ পান হাসপাতালের দুই কর্মী। দু’জনে নিহত চিকিৎসকের চেম্বারে ঢুকে দেখেন, জাভেদের মাথা রক্তে ভেসে যাচ্ছে। অভিযুক্তদের সন্ধান অবশ্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, চিকিৎসকের মাথা লক্ষ্য করে গুলি চালানোর পরেই চম্পট দেয় তারা। অল্প সময়ে অধিক রক্তপাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের। তদন্ত যতদূর এগিয়েছে তাতে পুলিশের মতে, এটা টার্গেটেড কিলিং। খুনের আগের রাতেও হাসপাতালে এসেছিল অভিযুক্তরা বলে জানা গেছে। হাসপাতালের ভিতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করা হচ্ছে।
প্রসঙ্গত, ৯ আগাস্ট আর জি কর হাসপাতালে মহিলা পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই প্রতিবাদের গর্জন উঠেছে দিকে দিকে। বাংলার গণ্ডি ছাড়িয়ে সারা দেশজুড়ে চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে সরব হয় ডাক্তার থেকে সাধারণ মানুষ। ঘটনার ৫৭ দিন পরেও প্রতিবাদের আগুন এখনও জ্বলছে। তার মাঝেই দিল্লির বুকে এই রকম ঘটনায় তোলপাড় পড়ে গেছে দেশজুড়ে।
Discussion about this post