টালিগঞ্জে রাত দখল অনুষ্ঠানে হামলা। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা রুজুর আবেদন। মামলা দায়েরের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাস। আজ, শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, আরজি করের সুবিচারের দাবিতে গত ১ অক্টোবর রাত দখল অনুষ্ঠান ও মিছিল করে কিছু প্রতিবাদী। সেখানে তৃণমূল কাউন্সিলর এর ইশারায় হামলা চালায় দুষ্কৃতীরা, অন্তত এমনটাই অভিযোগ। টালিগঞ্জের করুণাময়ী এলাকাতেও একটি মিছিল হয়। অভিযোগ সেখানে অতর্কিত হামলা করেন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর এবং তাঁর লোকজন। আগাম অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন হামলার সময় পুলিশ ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ আন্দোলনকারীদের। কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আন্দোলনকারি মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেন বলে দাবি আন্দোলনকারিদের। সেই কারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলার আবেদন। মামলা দায়েরের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post