আরজি করকাণ্ডের প্রতিবাদের ঝাঁজ ক্রমেই বাড়ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে এবার গণইস্তফার পথে হাঁটতে পারেন কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবারই গণ ইস্তফা দিয়েছেন আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র ডাক্তার। এ বার আরজি করের পথেই হাঁটার হুঁশিয়ারি দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও। ২৪ ঘণ্টার মধ্যে যদি জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হয় সে ক্ষেত্রে তাঁরাও প্রতীকী গণ ইস্তফা দেবেন বলে জানান। এখনও পর্যন্ত স্বাস্থ্যভবন গোটা ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি। কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তারেরা বলেন, “জুনিয়র ডাক্তারেরা বিচারের জন্য লড়াই করছেন। তাঁরা কর্মবিরতি থেকে ফিরে এসেছেন। ওয়ার্ডে ওয়ার্ডে তাঁরা রোগীদের পরিষেবা দিচ্ছেন। কিন্তু অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন।” জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়ার সঙ্গে তাঁরা সম্পূর্ণ সহমত, সে কথাও জানিয়েছেন সিনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর সাতজন প্রতিনিধি। গত শনিবার থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। প্রথম ছয়জন অনশনে বসেন। পরে আরজি কর-এর জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোও অনশনে যোগ দেন। জুনিয়র চিকিৎসকদের দাবির প্রতি শুরু থেকেই সমর্থন দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post