নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই ছাড়া পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এবার সেই মামলাতেই আরও এক অভিযুক্তের জামিন। ৫৯৫ দিন জেলে কাটানোর পর জামিন পেলেন অভিযুক্ত তাপস মণ্ডল। প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে তাপসকে গ্রেফতার করা হয়েছিল। সিবিআই-এর হাতে গ্রেফতার হন তিনি।গত বছর ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। উপেন বিশ্বাস বর্ণিত বাগদার ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সিবিআই-এর তরফে গ্রেফতারি প্রসঙ্গে দাবি করা হয়, তদন্তে সহযোগিতা করলেও, নিজের বিষয়ে তথ্য লুকোচ্ছিলেন তাপস মণ্ডল। নিজের উপর থেকে দায় ঝাড়ার চেষ্টা করছিলেন। তাপস শুধু নিজের সংস্থাকে ব্যবহার করে মানিক সহ বাকি অভিযুক্তদের নির্দেশে চাকরি দেওয়ার জন্য টাকা তোলেননি, তিনি নিজের পরিবারের বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নিয়োগ মামলাতেই গত মাসে জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। তার আগে শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক। এবার সেই তালিকায় ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাপস মণ্ডল। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার জামিন তাপস মণ্ডলের। বার বার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছিল। এদিন তাঁর আইনজীবীর দাবি করেছিলেন, ৫৯৫ দিন পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। অবশেষে জামিন মিলল।
বাংলাদেশে এখন মৌলবাদীদের বাড়বাড়ন্ত। চলছে উদ্ভট এক পরিস্থিতি। তবে এর মধ্যে মোহম্মদ ইউনুস ঢোক গিলতে শুরু করেছেন। কারণ মৌলবাদীরা ক্ষমতায়...
Read more
Discussion about this post