বিগত একুশ বছর ধরে প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পী অসীম পাল। প্রতিবছরের মতো এ বছরও এই বিশেষ পুজো কমিটির প্রতিমা গড়েছেন অসীম পাল। তবে চমক রয়েছে দূর্গা প্রতিমার সাথে আসা অসুর মূর্তির। অসুরকে দেখতে হুবহু আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের মতো। যা দেখতে আপামর বাঙালি মণ্ডপে মন্ডপে ভিড় বাড়াচ্ছে চোখে পড়ার মতো। এই বিষয়ে শিল্পী অসীম পালের দাবি, সন্দীপ ঘোষের সঙ্গে অসুরের মুখের মিল কাকতালীয় ব্যাপার। সন্দীপ ঘোষের মুখের আদলে অসুরের মুখ তৈরির কোনও পরিকল্পনা ছিল না। ক্লাবের নাম স্বর্গধাম সেবক সঙ্ঘ পুজো কমিটি। শিল্পী এই যুক্তি মানতে নারাজ দর্শনার্থীরা। পুরাণ মতে, দেবী দুর্গার সঙ্গে লড়াইয়ে অসুর হেরে যায়। তারপর অসুরকে নাকি দেবী দুর্গা বরদান দিয়েছিল যে, মর্তে যতদিন দেবী পূজিত হবেন, ততদিন অসুরকেও পুজো করা হবে। এক্ষেত্রে বলা যেতেই পারে যে, অসুর হলেন দেব। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে অসুরের মুখে সন্দীপ ঘোষের মুখের আদলের যে মূর্তিটি পূজিত হতে চলেছে এটা কি ঠিক? কোথাও গিয়ে এটি দুর্গাপুজোকে কলুষিত করা হচ্ছে না তো?
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post