: শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে ২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়য় ছিলেন নীতিশ রানা। ২০২৪ সালে তিনি ছিলেন সহ অধিনায়ক। অথচ কেকেআরের ডিটেনশনের সম্ভাব্য তালিকায় নেই তার নাম ।কেকেআর কর্তৃপক্ষের কোন ফোন পাননি দিল্লির অলরাউন্ডার ।৭ বছর কেকেআরের হয়ে খেলছেন নীতিশ ।তার বিশ্বাস, কেকেআরের কর্তৃপক্ষের আগামী পরিকল্পনা তো থাকবেন ।কেকেআর কর্তৃপক্ষ যে ছয় জন ক্রিকেটারকে আগামী মরসুমের জন্য ধরে রাখবেন বলে শোনা যাচ্ছে ,সেই তালিকায় নেই নীতিশের নাম। তবু এখনই হাল ছাড়তে নারাজ তিনি। নীতিশা রানা বলেছেন ,”গত সাত বছর ধরে কেকেআরের হয়ে খেলছি। দলে থাকার ব্যাপারটা আমার হাতে নেই ।কর্তৃপক্ষ এ ব্যাপার আমাকে এখনো কেউ কিছু জানায়নি। আমি কেকেআরের হয়েই খেলতে চাই”। ২০১৮ সালে কেকেআর এ যোগ দিয়েছিল নীতিশ। ২০২৪ ছাড়া কোনো বছরেই তিনি দলের হয়ে ৩০০ কম রান করেননি ।চোটের জন্য শেষ মরসুমে দুটির বেশি ম্যাচ খেলতে পারেনি। কেকেআর কর্তৃপক্ষ এখনো সরকারিভাবে রিটেনশনের তালিকা প্রকাশ করেনি। ৩১শে অক্টোবর বিসিসি আই এর কাছে আইপিএলের সব দলকে রিটেনশন তালিকা জমা দিতে হবে।
এবছর উষ্ণতম বড়দিন। বেলা বাড়লে আরও কমবে শীতলতা। বড়দিনে পাহাড়ে হালকা বৃষ্টি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৩ জেলাতেও হালকা বৃষ্টি পেতে...
Read more
Discussion about this post