ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমেও কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? অবসর নিয়ে পরিষ্কার করে বার্তা দেননি দেশের তথা আইপিএল ইতিহাসের সফলতম ক্যাপ্টেন। সময় নিতে চেয়েছেন। আগামী আইপিএলে ডিটেনশন নিয়ম জানিয়ে দিয়েছে কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য আইপিএলের শুরুর দিকে একটা নিয়ম ছিল। যদিও সেটা কাজে না লাগায় তুলে দেওয়া হয়েছিল। ফেরানো হয়েছে সেই আনক্যাপড প্লেয়ার নিয়ম। মহেন্দ্র সিং ধোনি কি আনকাপড প্লেয়ার হিসেবেই খেলবেন? হিসেবে খেলবেন নতুন হেয়ার স্টাইল ঘিরে এমনই জল্পনা। নিয়ম অনুযায়ী পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলা ,অবসর নেওয়া স্কোয়াডে থাকলেও শেষ পাঁচ বছরের একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটাররা হিসেবে খেলতে পারেন। ধোনির ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হচ্ছে। ফলে তাকে মাত্র ৪ কোটিতে রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস। ধোনিকে প্লেয়ার কিংবা কোচিং কোন ভূমিকা দেখা যাবে নিশ্চিত নয়। হেয়ারস্টাইল যেন বার্তা দিলেন আনক্যাপড প্লেয়ার হিসেবে আগামী আইপিএলে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ।আইপিএলের গত সংস্করণে ফিনিশারের ভূমিকাতেই দেখা গিয়েছে ধোনিকে। লোয়ার অর্ডারে ব্যাট করেছেন ।কোন ম্যাচে ব্যাটিং এর সুযোগই হয়নি। আবার কোন ম্যাচে তিন বলের জন্য ব্যাট করতে নেমেছেন। একটা জিনিস কমান ছিল, মূলত বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতেই রান তুলেছেন। তাঁর যা ফিটনেস ,আরো এক মরসুম না খেলার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শুরুর দিকে লম্বা চুলের ধোনি কে দেখতেই অভ্যস্ত সকলে। মাঝে দুই একবার পরিস্থিতির হেরফের ঘটেছে। গত মরসুমেও বড় চুল রেখেছিলেন। এবার হঠাৎই ছোট চুলের নতুন স্টাইল। ঠিক যেন কৈশোরে ফিরে গিয়েছেন! এর থেকে জল্পনা আগামী মরসুমে আনক্যাপড ধোনিকেই দেখা যেতে পারে।
এবছর উষ্ণতম বড়দিন। বেলা বাড়লে আরও কমবে শীতলতা। বড়দিনে পাহাড়ে হালকা বৃষ্টি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৩ জেলাতেও হালকা বৃষ্টি পেতে...
Read more
Discussion about this post