ভারতের শিল্পক্ষেত্রে এক বিরাট অধ্যায়ের অবসান ঘটে যায়। ওই দিন চিরতরে বিদায় নেন দেশের অন্যতম বিত্তশালী এবং জনদরদী ব্যক্তি রতন টাটা। যিনি টাটা গোষ্ঠীকে বটবৃক্ষের মত আগলে রেখে ছিলেন। এমতাবস্থায়, তিনি চলে যাওয়ার পর সকলের মনে নেমেছে বিষাদের ছায়া। তাঁর হাত ধরেই ভারতের বিভিন্ন দিকে গড়ে উঠেছিল একের পর এক বড় বড় ইন্ডাস্ট্রি। ধাতু ও খনি, তথ্যপ্রযুক্তি, রিটেইলস, গাড়ি, হোটেল, রাসায়নিক, পরিবহন, ইউটিলিটির মতো বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে টাটা গোষ্ঠীর ব্যবসায়িক সাম্রাজ্য। কমপক্ষে ২৯টি তালিকাভুক্ত এবং আরও বেশ কয়েকটি তালিকা বহির্ভুত সংস্থা রয়েছে তাদের। আর রতন টাটা ছিলেন ভারতের সবথেকে জনপ্রিয় এবং সম্মানীয় বিজনেস টাইকুন। প্রখর ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি, তাঁর জনহিতকর কর্মকাণ্ড, মানবতাবাদী কর্মকাণ্ডর জোরে ব্যবসা জগতে তিনি এক ব্যতিক্রমী জায়গা করে নিয়েছিলেন। আসুন জেনে নেওয়া যাক কত টাকার সম্পত্তি রেখে গেলেন রতন টাটা। টাটা গ্রুপের ১০০টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে এবং তাদের মোট টার্নওভার প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। প্রয়াত রতন টাটার সম্পদ সম্পর্কে বলতে গেলে, রিপোর্ট অনুসারে, ভারতের ‘রতন’ প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার আনুমানিক সম্পদ রেখে গেলেন। রতন টাটা তার উদারতার জন্য পরিচিত ছিলেন এবং দেশের শীর্ষ জনহিতৈষীদের মধ্যে ছিলেন, যাঁরা তাঁর আয়ের একটি বড় অংশ টাটা ট্রাস্টে দান করতেন। এই দানগুলি টাটা ট্রাস্ট হোল্ডিং কোম্পানির অধীনে সংস্থাগুলির দ্বারা করা মোট উপার্জনের ৬৬ শতাংশ অবদান রাখে।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post