পুজো মণ্ডপের পর আরজি কর নিয়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গঙ্গার ঘাটেও। শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন। আর সেই বিসর্জনের শোভাযাত্রায় এবার আওয়াজ উঠল উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আরজি কর। সিঁদুর খেলা শেষ করে বাবুঘাটে এসেছিলেন মহিলারা। ঠাকুর জলে ফেলার পরেই স্লোগান উঠল উই ওয়ান্ট জাস্টিসের। এমনকি প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাতেও উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। সোমবার ছিল গয়েরকাটার দশমীর ঘাটে দ্বিতীয় দিনের বিসর্জনপর্ব। সেখানেই গয়েরকাটার সবুজ সংঘের মহিলারা হাতে পোস্টার নিয়ে আরজি কর কাণ্ডে নিগৃহীতার বিচারের দাবি জানানোর পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনায় মোমবাতিও জ্বালান। লিম্পা সরকার নামে এক মহিলা বলেন, ‘আমরা তিলোত্তমার বিচার চাইছি। তাই এদিন ঘাটে সেই দাবিতে সরব হই।’ অন্যদিকে, তিলোত্তমার বিচারের দাবিতে দুর্গাপুরের দুর্গাপুজোর কার্নিভালেও উঠেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ৷ আবার আসানসোলের পুজো কার্নিভালে দেখা গিয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। কার্যত একই ছবি ধরা পড়ল জলপাইগুড়িতেও। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাতে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা সবুজ সংঘ ক্লাবের মহিলা কর্মকর্তারা এভাবেই প্রতিবাদ জানালেন বিসর্জন ঘাটে। স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড এবং মোমবাতিও। প্রসঙ্গত, ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান দিয়ে কয়েক দিন আগে গ্রেপ্তার হয়েছিলেন ন’জন যুবক। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে তাঁরা জামিন পেলেও মণ্ডপের আশপাশে বিক্ষোভ দেখানোর উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এই আবহে বিসর্জনের সময়ে কলকাতার গঙ্গার ঘাটে আরজি কর নিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post