অনশনের প্রায় ২১০ ঘন্টা পার, এখনও সমস্যার সমাধানের কোনও চিহ্ন না থাকায় অসন্তোষ তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের মধ্যে। রবিবার রাতেই তাই সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।সোমবার দুপুর ১টায় রাজভবন অভিযানের ডাক দিলেন তাঁরা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘কয়েক দিন আগে আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল। এই চার্জশিট অত্যন্ত দুর্বল। আমরা এই নিয়ে হতাশ। কলকাতা পুলিশ যাঁকে গ্রেফতার করেছিলেন, চার্জশিট তাঁর নাম রয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আর দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁদের নাম নেই চার্জশিটে। এর থেকে আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছি।’’ তিনি আরও জানান যে সিবিআইয়ের প্রতি তাঁদের অনাস্থার কথা জানাতেই তারা রাজভবন অভিযানের ডাক দিয়েছেন। এছাড়াও মঙ্গলবার, অর্থাৎ কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভাল’-এর পাশাপাশি মানববন্ধনের ডাক দিলেন তাঁরা। বললেন, হাইকোর্টের নির্দেশমতো মূল কার্নিভালে বিঘ্ন না ঘটিয়েই মানববন্ধন কর্মসূচি নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশীষ হালদার বলেছেন, “ভাবতে কষ্ট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা অমানবিক হতে পারেন, সরকার এতটা অমানবিক হতে পারে যে, এত দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনও কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি মুখ্যসচিবের থেকে একটা মেল, কোনও একটা কুণাল ঘোষ, কোনও ছুটকো-ছাটকার বিরূপ প্রতিক্রিয়া।” ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনশনকারী তনয়া পাঁজা। তাঁকে আপাতত মঞ্চেই চিকিৎসা করা হচ্ছে।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post