১১ হাজার হিরে দিয়ে তৈরি হল প্রয়াত শিল্পপতি রতন টাটার চোখধাঁধানো এক প্রতিকৃতি। গুজরাতের এক অলঙ্কার নির্মাতা সংস্থা তাঁর আবক্ষ প্রতিকৃতি তৈরি করেছে, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, রতনের প্রতিকৃতিটি ১১ হাজার হিরে ব্যবহার করে তৈরি করা হয়েছে। যিনি মানুষ এবং পরিবেশের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রতিকৃতির নির্মাতা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই প্রতিকৃতিটির জন্য সুরাতের এই শিল্পীর কাজে প্রশংসায় ভরিয়ে দেন। নেটিজেনদের কেউ লিখলেন, “তিনি জীবিত থাকাকালীন এই ভালবাসা দেখলে কতটা সুখ অনুভব করতেন।” আবার কেউ লিখলেন, “আমি গর্ব করে বলতে পারি যে আমি রতন টাটা স্যারের যুগে জন্মেছি।” কেউ আবার লেখেন, “হ্যাঁ, তিনি ভারতের কোহিনূর।” ‘আর্থ এইট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট ছোট হিরে বসিয়ে অসীম দক্ষতায় ভারতীয় শিল্পপতির মুখ রচনা করছেন শিল্পী।
পৌষেও বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও জারি। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত।...
Read more
Discussion about this post