বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের হাতে নিগৃহীত হওয়ার পর সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজ স্বামী বিজ্ঞানানন্দের সাথে ফোন মারফত কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলিয়ে দেন আশ্রমের স্বামীজির। ফোনে মুখ্যমন্ত্রী স্বামীজিকে প্রণাম জানানোর পাশাপাশি কোচবিহার আসলে তিনি স্বামীজীর সঙ্গে দেখা করবেন বলেও জানান। এছাড়াও মুখ্যমন্ত্রী স্বামীজিকে বলেন, এর পরবর্তীতে আর যদি কোন অসুবিধা হয়, তিনি যেন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ বসুনিয়াকে জানান। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্বামীজীর জন্য বেশ কিছু উপহার পাঠানো হয়। ফোনে স্বামীজি মুখ্যমন্ত্রীকে জানান তিনি যে উপহার পাঠিয়েছেন তা প্রসাদ হিসেবে তিনি গ্রামবাসীদের মধ্যে বিলি করবেন।
প্রসঙ্গত, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কাণ্ড ঘিরে উত্তপ্ত কোচবিহারের সিতাই। অভিযোগ, দশমীর বিকেলে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাআশ্রমে আসেন এবং সেখানকার মহারাজকে মারধর করেন। আর আশ্রমের মহারাজকে মারধরের খবর শুনেই ক্ষেপে যান নাগরিকরা। সাংসদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করেন তারা। এই ঘটনায় সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছিল। এবার স্বামী বিজ্ঞানানন্দের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী।
Discussion about this post