প্রেমিকের সঙ্গে থাকতে বাড়িতে না জানিয়েই বেঙ্গালুরু পাড়ি। একাধিকবার বাড়ি ছেড়ে চলে যাওয়া প্রেমিকের সঙ্গে। প্রেমিকের থেকে ৪০ হাজার টাকা ধার নেওয়া। স্থানীয় সূত্রে তেমনই খবর উঠে আসছে কৃষ্ণনগরের মৃত ছাত্রীর ব্যাপারে। ঘটনার জল গড়িয়েছিল থানা পর্যন্ত। হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে পরিবার। জানা যাচ্ছে, প্রেমিকের থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিল দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। তা ফেরত দেওয়া নিয়ে অশান্তি শুরু হয়েছিল প্রেমিকের সঙ্গে। প্রশ্ন উঠছে, তবে কি সেই টাকা নিয়ে বচসার জেরেই এই ভয়ংকর হত্যাকাণ্ড? বর্তমানে প্রকাশ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সূত্রের খবর, মাস চারেক আগে ধৃত যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ায় মৃত ছাত্রী। পরবর্তীতে প্রেমিক কর্মসূত্রে চলে যান বেঙ্গালুরুতে। তারপর ওই ছাত্রীও নাকি বাড়িতে কিছু না জানিয়েই চলে গিয়েছিল বেঙ্গালুরু। পরিবারের লোকেরা খোঁজ না পেয়ে মিসিং ডায়েরিও করে। পরবর্তীতে সে বাড়ি ফেরে। তাঁদের সম্পর্কে আপত্তি ছিল পরিবারের। এখানেই শেষ হয়। প্রেমিকের থেকে চল্লিশ হাজার টাকা ধার নিয়েছিল মৃতা তরুণী। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাওয়া হলেও দিতে নারাজ ছিল তরুণী ছাত্রী। তা নিয়ে অশান্তিও চলছি। এরই মাঝে এই নারকীয় কাণ্ড। পরিবারের দাবি, তরুণী বাড়িতে জানিয়েছিল সে তার প্রেমিক বন্ধুর সঙ্গে পিজ্জা খেতে যাচ্ছে। তারপর সারারাত একাধিকবার ফোন করলেও ফোনে পাওয়া যায়নি নির্যাতিতাকে। এ পরী সকালে মেলে তার অর্ধনগ্ন, আধা পোড়া দেহ। ধৃত প্রেমিকের দাবি, ঘটনার দিন মৃতার সঙ্গে নাকি তাঁর দেখাই হয়নি। তিনি নাকি ছিলেন রানাঘাটে। তবে দেখা করার কথা ছিল প্রেমিকার সঙ্গে। একাধিকবার ফোনে কথা হয়েছে। পাশাপাশি টাকা নিয়ে অশান্তির কথাও স্বীকার করেছেন ধৃত। তবে টাকার জন্যই কি এই হত্যাকান্ড? নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এবছর উষ্ণতম বড়দিন। বেলা বাড়লে আরও কমবে শীতলতা। বড়দিনে পাহাড়ে হালকা বৃষ্টি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৩ জেলাতেও হালকা বৃষ্টি পেতে...
Read more
Discussion about this post