রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চ কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার কাছে হলফনামা চায়। এই বিষয়ে শীর্ষ আদালতের কাছে সময় চেয়েছে ইডি। এদিনও প্রাক্তন মন্ত্রীর জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী। ফলে এক সপ্তাহ পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। জানা গেছে, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া ‘গুরুত্বপূর্ণ’ নথি যাচাই করে সিবিআইয়ের হাতে এসেছে কিছু তথ্য। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেট দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে, তার প্রমাণ মিলেছে ওই নথি থেকে। এমনই তথ্য সামনে এসেছে। বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে জানা গিয়েছে পার্থ ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে। সেই তালিকা থেকে অনেকের চাকরিও হয়। এ ছাড়াও, সিবিআইয়ের বাজেয়াপ্ত নথিতে প্রভাবশালী কয়েক জনের নাম পাওয়া গিয়েছে। হাইকোর্টে অনেক জলঘোলার পর জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ। এরপরই সবপক্ষকে নোটিস ইস্যু করে শীর্ষ আদালত। পার্থের আইনজীবী মুকুল রোহতগি আগেই দাবি করেছিলেন, পার্থর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে সর্বোচ্চ সাজা সাত বছর। তাঁর মক্কেল ইতিমধ্যে দু’বছরের বেশি জেলে রয়েছেন।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post