কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে হলে প্রথমেই ট্রেনের টিকিটের খোঁজখবর করতে হয়। কারণ দূরপাল্লার ট্রেনের টিকিটের বুকিং চালু হয় ১২০ দিন অর্থাৎ চারমাস আগে থেকে। তাই আচমকা কোনও প্ল্যান হলে অনেক সময়ই ট্রেনের টিকিট না পেয়ে সেই প্ল্যান বাতিল করতে হয়। এবার ভারতীয় রেল বড় সিদ্ধান্ত নিল। আগাম টিকিট কাটার নিয়ম অনেকটাই শিথিল করা হল। ফলে অপেক্ষা কমে যাবে দুই মাস।
এবার আর ১২০ নয়, যাত্রার ৬০ দিন আগে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। বুধবারই ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। রেল ওই বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত। রেল মন্ত্রক এবং রেলবোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই নয়া নিয়ম লাগু হয়ে যাবে। তবে ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরোনো নিয়মে টিকিট কাটবেন, তা বৈধ হিসেবেই গণ্য হবে। তবে সেই টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগে। আবার বিদেশী নাগরিকদের ক্ষেত্রে পুরোনো নিয়মই জারি থাকবে। অর্থাৎ, ৩৬৫ দিন আগেই বিদেশীরা ভারতীয় ট্রেনের সিট বা বার্থ রিজার্ভ করতে পারবেন।
ভারতীয় রেলে বেশ কয়েকটি ট্রেন আছে, যাদের টিকিট কাটতে হয় মাত্র ৩০ দিন আগে। তাজ এক্সপ্রেস, গোমতি এক্সপ্রেসের মতো এই বিশেষ ট্রেনগুলির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই ট্রেনগুলির টিকিট বুকিং একমাস আগে করা যাবে। যাত্রীদের দাবি ছিল, চারমাস আগে টিকিট বুকিং শুরু হলে অনেক ক্ষেত্রেই পরের দিকে টিকিট পাওয়া যায় না। ফলে যারা জরুরি কাজের জন্য ট্রেন যাত্রা করতে চান তাঁরা টিকিটই পাননা। এবার দুই মাস আগে রিজার্ভেশন চালু হলে টিকিট কাটার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। আবার যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, তাঁরাও কনফার্মড টিকিট পাবেন অনেক সহজে।
Discussion about this post