নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তারইমধ্যে উত্তরপ্রদেশ উপনির্বাচনে আসন রফায় জটিলতা। সমাজবাদী পার্টি বলছে রফা শেষ। এদিকে কংগ্রেস বলছে রফার বিষয় সম্পর্কে তাঁরা জ্ঞাত নন! তবে কি নির্বাচনের আগে জট ছাড়ছে না এখনও? উপনির্বাচন হবে, কাটহারি, কারহাল, মিলকিপুর, মীরাপুর, গাজিয়াবাদ, মাঝাওয়ান, সিসামাউ, খয়ের, ফুলপুর এবং কুন্দারকি আসনে। এর মধ্যে নয়টি আসনে আগামী ১৩ নভেম্বর ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের আসন রফা শেষ বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির মুখপাত্র। সমাজবাদী পার্টির দশটি আসনের দুটিতে লড়বে ইন্ডিয়া জোটসঙ্গী কংগ্রেস এবং বাকি আটটিতে লড়বে সমাজবাদী পার্টি। সংবাদমাধ্যমকে বিবৃতির মাধ্যমে সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেছেন, “কংগ্রেসের সঙ্গে আমাদের রফা চূড়ান্ত। ১০টি আসনের মধ্যে, কংগ্রেস দুটি খায়ের এবং গাজিয়াবাদে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি আটটিতে, এসপি প্রতিদ্বন্দ্বিতা করবে।” যদিও উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস জানিয়েছে কংগ্রেস এখনো পাঁচটি আসনেরই দাবি করছে। উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই জানিয়েছেন, “আমরা এ বিষয়ে কিছুই জানিনা।” তিনি আরও জানিয়েছেন, “আমরা এখনও পর্যন্ত পাঁচটি আসনের দাবিতেই টিকে রয়েছি।” উত্তরপ্রদেশের নটি আসনে বিধায়করা লোকসভা ভোটের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় সেখানে উপনির্বাচন হবে এবং সিসামাউ আসনে সমাজবাদী পার্টির পবিধায়ক ইরফান সোলাঙ্কির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকার কারণে এই আসনে উপনির্বাচন হবে।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post