আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এবার পালা তৃণমূলের। রবিবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক শিবির। একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কাকে প্রার্থী হিসাবে বেছে নিল তৃণমূল।
উপনির্বাচনে তৃণমূল প্রার্থী-
সিতাই- সঙ্গীতা রায়
মাদারিহাট-জয়প্রকাশ টাপ্পো
নৈহাটি- সনত্ দে
হাড়োয়া- শেখ রবিউল ইসলাম
মেদিনীপুর-সুজয় হাজরা
তালড্যাংরা- ফাল্গুনী সিংহবাবু
গণনা হবে ২৩ নভেম্বর। একমাত্র মাদারিহাট বাদে বাকি ৫টি আসনই শাসকদলের দখলে। তবে আরজি কর কাণ্ডের আবহে এই সবকটি আসনই তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে এই বিধানসভা আসনগুলিতে উপনির্বাচনে ভাল ব্যবধানে জয় দলকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করছেন দলীয় নেতারা। আবার ফলাফলের হেরফের হলে সেক্ষেত্রে বিরোধীদের তৃণমূল বিরোধী প্রচার আরও তুঙ্গে উঠবে বলেই মনে করা হচ্ছে। এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে। বাকি ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। এবার উপনির্বাচনে এই পাঁচ কেন্দ্র তো বটেই মাদারিহাট কেন্দ্রটিও বিজেপির থেকে ছিনিয়ে নিতে চাইবে তৃণমূল। পাশাপাশি বিজেপি আরজিকর আন্দোলনের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে পারে কি না, সেটাই এখন দেখার৷ এদিকে ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার৷ সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র৷ হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে বিজেপি৷ আর এদিন তৃণমূলের প্রার্থী তালিকাতেও নতুন মুখের চমক।
Discussion about this post