রাজ্যের ছয়টি আসনে উপনির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দুই প্রধান প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। এমন কি, প্রচারেও নেমে পড়েছেন তৃণমূল এবং বিজেপি-র প্রার্থীরা। প্রশ্ন উঠছিল বাম–কংগ্রেস কখন প্রার্থী তালিকা ঘোষণা করবে। আদৌ কি জোট হবে বাম–কংগ্রেসের। এছাড়াও নকশাল লিবারেশন এবং আই এস এফ এর সঙ্গে আসন সমঝোতা হতে পারে বলেও শোনা যাচ্ছিল। সেই সব যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের সঙ্গে জোট ছাড়াই, হারোয়া কেন্দ্র বাদ দিয়ে বাকি ৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বামেরা। তবে বামেদের প্রার্থী তালিকায় রয়েছে বড়সড় চমক। নৈহাটি আসনটিকে নকশাল লিবারেশনকে ছাড়লো বামফ্রন্ট। বামফ্রন্ট যে তালিকা ঘোষণা করেছে সেই অনুযায়ী ,সিতাই থেকে লড়ছেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা। মাদারিহাট থেকে আরএসপি-র পদম ওঁরাও। নৈহাটি থেকে লিবারেশনের দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুর থেকে সিপিআই-এর মণি কুন্তল খামরুই। তালডাংরা থেকে সিপিএম-এর দেবকান্তি মহান্তি। তবে এখন জল্পনা শুরু হয়েছে হারোয়া আসনটি নিয়ে। এই কেন্দ্রে বামেরা নিজেরাই প্রার্থী দেয় না অন্য কোন দলের সঙ্গে সমঝোতা করে,সেদিকেই নজির রাজনৈতিক মহলের।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post