মিলন সর্দার ঘরে ফিরলেন। ঠিক একমাস একদিন। কিডন্যাপিং-এর দায়ে অভিযুক্ত বারাসাত পুরসভার প্রাক্তন কাউন্সিলর মিলন সর্দার সাময়িক স্বস্তি পেলেন। তিনি রবিবার ঘরে ফিরেছেন। জানা গিয়েছে,জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল নেতাকে। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করার দায়ে গ্রেফতার হয়েছিলেন বারাসাতের প্রাক্তন কাউন্সিলর মিলন সর্দার। রবিবার মুক্তির পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ‘আমাকে সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, মানসিক ও শারীরিক অত্যাচার করা হয় সিআইডি হেফাজতে’ জানালেন তিনি। পাশাপাশি ক্ষোভ উগরে দিলেন নিজের দলের বিরুদ্ধেই। মিলন সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, সিআইডি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে এবং শারীরিক নির্যাতন চালিয়েছে। গ্রেফতার হওয়ার পরে তাঁকে বহিষ্কার করায় তৃণমূলের বারাসত জেলা নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মিলন। তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ষড়যন্ত্রীদের নাম তিনি দলকে জানাবেন। মিলন বলেন, ‘‘সিআইডি-র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’’ তাঁর কথায়, “ষড়যন্ত্রের শিকার আমি! অপহরণ-কাণ্ডে সিআইডি গ্রেফতারের পর মারধর করে এই ঘটনার সত্যতা স্বীকার করানোর চেষ্টা করেছিল। যাতে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া যায় আমাকে। এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই আমার। তা সত্ত্বেও কোনও রকম তথ্যপ্রমাণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে আমাকে। বারবার আমার উপর চাপ সৃষ্টি করেছে রাজ্যের তদন্তকারী গোয়েন্দা সংস্থা। অত্যাচারও করা হয়েছে আমার উপর। যাতে আমি এই ঘটনা স্বীকার করে নিই। “
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post