যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার। ওয়াকফ বিল নিয়ে আলোচনার মধ্যেই বিজেপি ও তৃণমূল সাংসদদের মধ্যে তীব্র বচসা বাঁধে। কথা কাটাকাটির মধ্যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনে থাকা কাঁচের বোতল ছুড়ে মারেন বলে সূত্রের খবর। তখনই কাঁচ ভেঙে সাংসদের তর্জনী ও বুড়ো আঙুলে চোট লাগে। বিজেপি সাংসদদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোতলটি চেয়ারম্যানের ডেস্কের দিকেও ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর, দ্রুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার করাতে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে চারটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। এরপর, ফের তিনি বৈঠক স্থলে ফিরে আসেন। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত এক ভিডিয়োয় দেখা গিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরে ধরে বৈঠকস্থফিরিয়ে নিয়ে যাচ্ছেন এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, আহত কল্যাণ বন্দ্যোরপাধ্যায়কে স্যুপ খাওয়ানো হচ্ছে। বৈঠকের শেষে দেখা যায় আহত কল্যাণকে ধরে বাইরে নিয়ে আসছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের পাশে দেখা গিয়েছে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহকেও। সূত্রের খবর, কল্যাণের হাতে চারটি সেলাই দিতে হয়েছে। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় যৌথ কমিটির বৈঠক। এই ধরণের ঘটনা কেন ঘটল সেই পুরো বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যেখানে সাংসদরা অত্যন্ত দায়িত্ববান মানুষ হিসাবে পরিচিত এবং যেখানে গুরুত্বপূর্ণ একটি বিল নিয়ে আলোচনা চলছে। বিজেপির জগদম্বিকা পালের সভাপতিত্বে গঠিত কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজীবীদের একটি দলের মতামত শুনছিল যখন বিরোধী সদস্যরা এই বিষয়ে তাদের অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post